ফেসবুকের কি তাহলে দিন শেষ?
বন্ধ হচ্ছে কি ফেসবুক থেকে টাকা ইনকাম?
সম্পূর্ণটাই মিথ্যে না হলেও কিছুতা সত্য তো আছেই । সম্প্রতি ফেসবুক ও ইন্সটাগ্রাম কোম্পানি জানিয়েছেন , বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ও ইন্সটাগ্রাম হতে সর্ট ভিডিও থেকে টাকা প্রদানের কার্যক্রম । যার কারনে সবথেকে বেশি ভিউ হওয়ার পরো পাবেন না কোন টাকা । এমনি একটি সিদ্ধান্ত খুব দ্রুতই কার্যকর হতে যাচ্ছে বলে জানান তারা ।
কেন এমন সিদ্ধান্ত নিলো মেটা?
মেটার আর্থিক লোকসান কমাতেই মুলত এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা । সম্প্রতি প্রতিষ্ঠানটি পর্যাপ্ত লাভ করতে পারছে না কমে যাচ্ছে ফেসবুকের এড এর সংখ্যা যার ফলে তেমন একটা সুবিধা আশানরুপ না পাওয়ায় একসাথে আবারো ১০০০০ হাজার কর্মী ছাটাই ও ৫০০০ নতুন নিয়োগও বাতিল করে মেটা । তারা জানান চলতি বছর দক্ষতার উপর তাগিত দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা ।